কাজিপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল, রাষ্ট্রীয় সম্মাননায় দাফন সম্পন্ন
কাজিপুর উপজেলার দুবলাই গ্ৰামের মৃত আহাদ আলী শেখের পুত্র বীর মুক্তিযোদ্ধা গাজী আমির হোসেন গত ৩০ আগষ্ট রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। বার্ধক্য জনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার ৩১ আগষ্ট সকালে উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় সম্মাননা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি ভারতে প্রশিক্ষণ গ্ৰহণ করেন এবং মহান মুক্তিযুদ্ধে দেশের পক্ষে বিভিন্ন স্থানে সুসজ্জিত পাক বাহিনীর বিরুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি ৪ পুত্র ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন। বীর মুক্তিযোদ্ধা গাজী আমির হোসেনের মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় শোক জানিয়েছেন। এ ছাড়াও শোক প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ড, সন্তান কমান্ড, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় মুক্তিযোদ্ধাগণ সহ জনসাধারণ শোক প্রকাশ করেছেন।