কাজিপুরে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে আন্তর্জাতিক মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘শ্রমিক মালিক এক হয়ে, গড়ব এদেশ নতুন করে।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (১মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান আকরামুল হক। বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর শাহিনুর আলম, গণ অধিকার পরিষদের উপজেলা শাখার সভাপতি ও সোনার বাংলা হোটেলের সত্ত্বাধিকারী আল-আমিন বাবু, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ছাত্র সমন্বয়ক আকিব আহমেদ অন্তর প্রমূখ।
বক্তাগণ বর্তমান সরকারের নেয়া শ্রম আইন বিষয়ে গঠিত কমিটির সুপারিশের আলোকে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা যমুনা, বিএনএসকে এনজিওর প্রতিনিধি ইমাদ হাসান, কাজিপুর প্রেসক্লাবের সভাপতি টিএম কামাল, সাংবাদিক মোহাম্মদ আশরাফুল, জহুরুল ইসলাম, আবু তৈয়ব সুজয় প্রমুখ।