কাজিপুরের হেলাল উদ্দিন হেলুর প্রতিবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি পোস্টের প্রতিবাদ জানিয়েছেন হেলাল উদ্দিন হেলু। প্রতিবাদটি হুবহু তুলে ধরা হলো:-
আমি মোঃ হেলাল উদ্দিন (হেলু) পিতা- মৃত শাহজামাল, গ্ৰাম- কিনারবের, ইউনিয়ন – তেকানি, উপজেলা- কাজিপুর, জেলা- সিরাজগঞ্জ। এই মর্মে প্রতিবাদ জানাইতেছি যে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের “আমরা তেকানি ইউনিয়নের বাশিন্দা” নামের আইডির একটি পোস্ট গত ১৮ মে ২০২৫ ইং খ্রিস্টাব্দে আমার দৃষ্টিগোচর হয়। এতে আমাকে জড়িয়ে উপস্থাপিত তথ্য অসত্য ও বানোয়াট। আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে এ কাজ করেছে বলে ইতোমধ্যে ইউনিয়নবাসীর মধ্যে প্রতীয়মান হয়েছে। অভিযোগকারী ঐ নারী ইতোমধ্যে কিনারবের গ্ৰামবাসীর সামনে স্বীকারোক্তি দিয়েছেন যে, তেকানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ছেলে ভুট্টু ঐ নারীকে দিয়ে অসত্য তথ্য বলিয়ে ভিডিও ধারণ করে। এতে করে আমার এবং আমার পরিবারের সুনাম ক্ষুন্ন হয়েছে বলে আমি মনে করি, বিধায় আমি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।