কামারখন্দে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

সিরাজগঞ্জের কামারখন্দে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে
বুধবার (১০ মে-২০২৩) সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত উক্ত দু’ দিনব্যাপী প্রশিক্ষণ এর উদ্বোধন করেন এবং বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সূত্রধর।
প্রশিক্ষণে আরো বক্তব্যে রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ এ.কে.এম. মফিদুল ইসলাম, কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ প্রমুখ।
এসময়ে কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রাশিদ আহসান, উপজেলা উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আমিনুল ইসলাম মল্লিক, উপসহকারী কৃষি অফিসার মোঃ আবুল বায়েছ অন্যান্যরা।
উক্ত ২ দিনব্যাপি কর্মশালায় উপজেলার প্রথম দিনে ৩০ জন এবং বৃহস্পতিবার ৩০ জন কৃষক – কৃষাণী অংশ গ্রহন করবে।