কামারখন্দের দশশিকায় নমুনা শস্য কর্তন, জাতঃ ব্রি ধান ২৮ এর উদ্বোধন
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশশিকায় পাকা ধানের নমুনা শস্য কর্তন জাতঃব্রি ধান ২৮ এর উদ্বোধন করা হয়েছে। কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার ( ১৮ এপ্রিল ) দুপুরে উপজেলার দশশিকা গ্রামের মাঠে পাকা ধানের কৃষি নমুনা শস্য কর্তন এর উদ্বোধন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ।
এ সময়ে কামারখন্দ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ রাশিদ আহসান সহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারী ও কৃষক-কৃষাণীদের অনেকে উপস্থিত ছিলেন ।
সুস্থ-সবল রোগমুক্ত ও উচ্চ ফলনশীল বীজ না হলে কোন ফসলের উৎপাদন আশানুরূপ হবে না। কাজেই বীজ হতে হবে মান সম্মত। তিনি বীজ শিল্প উন্নয়নে মহিলাদের অংশগ্রহণের ওপর জোর তাগিন প্রদান করেন। এছাড়াও তিনি নিজের বীজ নিজে উৎপাদন, সংরক্ষণ ও অন্যান্য কৃষকদের মাঝে বিতরণে সচেষ্ট হতে উপস্থিত কৃষক/কৃষাণীদের অনুরোধ জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জেরিন আহমেদ জানান, প্রাকৃতিক দুর্যোগ না থাকায় এ বছর উপজেলার ধানের ফলন বাম্পার ফলন ফলেছে । তাছাড়া ধানের মূল্য বিগত বছরের চেয়ে ভালো পাবে বলে অভিমত ব্যক্ত করেন। কৃষকরা যেন বীজ ভালোভাবে সংরক্ষণ করতে পারে সেজন্য তাদের সহযোগিতা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন ভাল বীজ হলেই আমরা অর্জিত খাদ্য নিরাপত্তা ধরে রাখতে সক্ষম হবো। জমিতে নমুনা শস্য কর্তন কালে এলাকার কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন এবং বিঘা প্রতি ফলন পাওয়া যাবে বলে আশাবাদি।