কুড়িগ্রাম সদরে ইটভাটা বন্ধ করে দিল প্রশাসন
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2025/02/Messenger_creation_1132046868718012-700x390.jpeg)
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের পূর্ব কুমরপুরে অবস্থিত মেসার্স ফোর স্টার ব্রিকস নামক অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ১ টি ইটভাটার বিরুদ্ধে পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতীত ইটভাটা পরিচালনা করার অপরাধে ঘোগাদহ ইউনিয়নের পূর্ব কুমরপুরে অবস্থিত মেসার্স ফোর স্টার ব্রিকস নামক ইটভাটার অবৈধ স্থাপনা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেয়াসহ ভাটার জলন্ত আগুন ফায়ার সার্ভিসের মাধ্যমে নিভিয়ে ফেলে ইট পোড়ানোর কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়।
মোবাইল কোর্ট অভিযানে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ উপজেলা ফায়ার সার্ভিস,থানা পুলিশ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।