বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে মহানগরীর কোনাবাড়ীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত চারটি আবাসিক হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।
জানাযায় কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে আবাসিক হোটেল অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় অসামাজিক কার্যকলাপে জড়িত এমন কাউকে পাওয়া যায়নি।তিনি বললেন, এ অভিযান অব্যাহত থাকবে। অন্যায়ের সাথে কোন আপোষ নয়।