কোম্পানীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হাকিম কে বিদায় সংবর্ধনা প্রদান
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2025/02/IMG-20250210-WA0006-700x390.jpg)
কামরুল হাসান,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীতে নানান আয়োজনে অবসরপ্রাপ্ত সাবেক সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাকিম বিএসসি কে বিদায় সংবর্ধনা প্রদান করেছেন প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশন আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় ও স্কুল কর্তৃপক্ষ৷
সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নে আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়৷
এসময় বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও দীর্ঘদিনের সহকর্মীদের ফুলেল ভালোবাসায় সিক্ত হন সংবর্ধিত অতিথি মোহাম্মদ আবদুল হাকিম বিএসসি৷
আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর নাসির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্র নুরুল আলম সিকদার৷
আবদুর রহমান ও হারুনর রশীদ এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ (আল-হারুন-সিআইপি), বাংলাদেশ মসজিদ মিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শাহাজাহান,সংবর্ধনা আয়োজক কমিটির আহবায়ক মাষ্টার আবদুল জলিল, চরহাজারী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর নবী বাবুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চরহাজারী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হোসাইন, চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান মিজান, কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মোরসালীন হোসাইন,আমেরিকা প্রবাসী মোহাম্মদ শাহাজাহান, আবদুল্লাহ হাজারী, চরহাজারী জামাতের সহ-সেক্রেটারি রহমত উল্যাহ দিদার৷
এতে আরো উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী হাজী আবুল কাশেম, নুরুল আলম চাষী,ওমর ফারুক সহ আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী এসোসিয়েশনের সদস্য ও অত্র অঞ্চলের বিভিন্ন দেশের প্রবাসী বৃন্দ এতে উপস্থিত ছিলেন৷