শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

খবরে প্রকাশিত কথিত এনায়েত কে তিনি চিনেন না,জানেন না-বললেন সাবেক সাংসদ তৃপ্তি

রিপোর্টারের নাম : / ১৩৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি: শুক্রবার(১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে প্রকাশিত একটি পত্রিকায় বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তিকে ঘিরে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সে ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মফিকুল হাসান তৃপ্তি।

উক্ত পত্রিকায় প্রকাশিত খবরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সিআইয়ের এজেন্ট নামধারি কথিত এনায়েত কে তিনি চিনেন না বা জানেন না। কথিত ঐ ব্যক্তির সাথে তাঁর কোনদিন দেখা হয়নি কিংবা কোন কথাও হয়নি। একটি স্বার্থান্বেষীমহল তাঁর অর্জিত সম্মান ও সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে এ ধরনের মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে এ ধরণের মিথ্যা সংবাদ পরিবেশন করে সামাজিক ও রাজনৈতিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছর দলের দুঃসময়ে তিনি দলকে সুসংগঠিত করেছেন। দলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেননি। ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে নিজে মামলার শিকার হয়ে কারাবরণ করেছেন। বহুবার হামলার শিকার হয়েছেন। হামলা মামলার শিকার নির্যাতিত নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন।

জেলহাজত থেকে জামিনে বের করতে সহযোগিতা করেছেন। তাঁর জনপ্রিয়তা ও সুনামে ঈর্ষান্বিত একটি মহল তাকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করার জন্য পরিকল্পিত এ ধরনের সংবাদ প্রকাশে উৎসাহিত করেছে। তিনি এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হবার জন্য শার্শাবাসীর প্রতি অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর