গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গুলি চালাল দুর্বৃত্তরা, ছাত্র আন্দোলনের কর্মী আহত
![](https://kolomerbatra.com/wp-content/themes/demoeightteen/assets/img/noimage.gif)
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মোবাশ্বের হোসাইন।
ভুক্তভোগী মোবাশ্বের হোসাইন জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের আশ্বাসের পর তারা সমাবেশ প্রত্যাহার করেন। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মোটরসাইকেলযোগে দুই দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। তবে ভাগ্যক্রমে গুলিটি তার হাতে লাগে। তিনি অভিযোগ করে বলেন, “আমি মনে করছি, আওয়ামী লীগের কিছু লোক আমাদের খুন করার লক্ষ্যেই এমন হামলার ঘটনা ঘটাচ্ছে।”
এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার পর আমরা আমাদের দায়িত্ব অনুযায়ী কাজ শুরু করেছি। আমাদের একজন কর্মকর্তা হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর আঘাতপ্রাপ্ত স্থান পর্যবেক্ষণ করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাশ্বেরের হাতে যেটা লেগেছে, সেটা গুলি নয়, পাথর বা অন্য কোনো শক্ত বস্তু হতে পারে।”
এদিকে, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মঞ্জুর মোর্শেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, মোবাশ্বেরের হাতে যে আঘাত লেগেছে, সেটা গুলির মতো দেখতে হলেও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে এটি আসলে কী।”
এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র প্রতিনিধিদের আটকের অভিযোগ ওঠে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় এক সমন্বয়কসহ ছাত্র-জনতার ২০-৩০ জনের একটি দল সেখানে গেলে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে ১৫ জন আহত হন। গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। পরে, শনিবার দুপুরে রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আরেকটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান গাজীপুর সদর থানার ওসি মো. আরিফুল ইসলামকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। এছাড়াও, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।