গাজীপুর মহানগর যুবমহিলালীগের সাধারণ সম্পাদক উত্তরা থেকে গ্রেফতার

গাজীপুর মহানগর যুবমহিলালীগের সাধারণ সম্পাদক আনোয়ারা সরকার আনুকে উত্তরা থেকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১ টা ২১ মিনিটের সময় বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
তিনি বলেন,উত্তরা ১০ নম্বর সেক্টরের দুই নম্বর রোডের ৯ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায় ওই বাসায় গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল ছিলো। কিন্তু তার ভাষ্যমতে সে আমেরিকা চলে গেছে।