বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

গাজীপুরে চাঁদাবাজির সময় ডিবির হাতে আটক-২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২০ জুলাই, ২০২২

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজির  অভিযোগে দুজনকে আটক করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২০ জুলাই) সকালে তাদেরকে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে চাঁদাবাজির সময় আটক করে। আটককৃতরা হলেন, গাজীপুর মহানগরীর ইটাহাটা কলাবাগান এলাকার মৃত ইউসুফ বিশ্বাসের ছেলে আজগর আলী (৪২) এবং অপরজন হলেন,নীলফামারী জেলার ডিমলা থানার ভাঙ্গার হাট এলাকার কুবান আলীর ছেলে আলামিন (২০)।
ঘটনাসূত্রে জানাযায়, চান্দনা চৌরাস্তা এলাকায় সিএনজি স্ট্যান্ড থেকে চালকদের জোরপূর্বক ভাবে সিএনজির গতিরোধ করে এবং গুরুতর আঘাতের ভয়-ভীতি ও হুমকি প্রদান করে প্রতিদিন সিএনজি প্রতি ১০০ টাকা করে চাঁদা আদায় করতো তারা। প্রতিদিনের ন্যায় আজ সকালেও তারা গাজীপুর চান্দনা চৌরাস্তায় এসে ১০০ টাকা চাঁদাদাবী করে।
সিএনজি চালকরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গুরুতর আঘাতের ভয় দেখায়  এবং রাস্তায় চলাচল করতে দিবেনা বলে হুমকি দেয়। একপর্যায়ে তারা জোরপূর্বক ১০০ টাকা করে চাঁদা নিয়ে যায়।
পরে সিএনজি চালকরা টহলে থাকা ডিবি পুলিশকে জানাইলে তাৎক্ষণিক ডিবি পুলিশ চান্দনা চৌরাস্তা টাঙ্গাইল রোড শাপলা মেনসন এর সামনে সিএনজি স্ট্যান্ড আসিয়া আদায়কৃত চাঁদার টাকা সহ হাতেনাতে দুইজনকে আটক করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া অন্য আসামিরা পালিয়ে যায়। ডিবি পুলিশ তাদের দেহ তল্লাশি করিয়া সিএনজি চালকদের নিকট হইতে চাঁদা গ্রহণের ১৫৬০ টাকা এবং সিগারেটের কাগজে সিএনজি রেজিস্ট্রেশন নাম্বার লেখা একটি টোকেন, যে সকল সিএনজি হইতে চাঁদা আদায় করিয়াছে সেসকল সিএনজির নম্বর সম্বলিত কাগজ উদ্ধার করে।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান,সকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজির সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জিএমপি বাসান থানায় সিএনজি চালক নাসিরউদ্দিন বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর