গাজীপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ভোগান্তিতে সাধারণ মানুষ
রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশের সামনে রংপুর অভিমুখী তেলবাহী ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকামুখী লেনে ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে। বগি লাইনচ্যুত হওয়ায় শহরে প্রবেশপথ বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়ছে সাধারণত মানুষ। বিষয়টি নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম।
তিনি বলেন, জয়দেবপুর রেলগেটে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা মুখী ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে শিববাড়ী-রেলগেট-রাজবাড়ী রোড বন্ধ রয়েছে। যার ফলে এই মুহুর্তে শহরে কোন ধরনের যানবাহন প্রবেশ করতে পারছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ইতোমধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।