গোমস্তাপুর থেকে বাড়ি ফেরা হলোনা শাহীনের
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় শাহীন আলম বাবু (২২) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামের একরামুলের ছেলে।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকাল আনুমানিক ৯ টার দিকে রহনপুর- নাচোল সড়কের রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এ দূর্ঘটনা ঘটে । নিহত শাহীন আলম বাবু রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্তব কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, ওই কলেজ ছাত্র বাসা হতে সাইকেল চালিয়ে কলেজ যাওয়ার সময়, চিনিয়াতলা নামক স্থানে নাচোল থেকে ছুটে আসা একটি ধানবাহী ট্রাক তাকে ধাক্কা দিলে, সে ঘটনাস্থলেই মারা যায়।
সুরতহাল রিপোর্ট শেষে নিহত ওই কলেজ ছাত্রের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।