ঘুড়কা ও নলকা ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গার ঘুড়কা ও নলকা দুইটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফের চাল গরিব,অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ এপ্রিল) সকালে ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান জিল্লুর রহমান সরকার চাল বিতরণের উদ্বোধন করেন। ট্যাক অফিসার জাকিরুল আলম উপস্থিত ছিলেন। এসময় ঘুড়কা ইউনিয়নের ২হাজার ৮শত ৮৪ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়।
অপরদিকে নলকা ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চাল বিতরণের উদ্বোধন করেন। বিআরডিবি উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন। এসময় নলকা ইউনিয়নের ৩হাজার ২শত ২২ জনের মাঝে এ চাল বিতরণ করা হয়।
উক্ত দুইটি বিতরণ অনুষ্ঠানে সকল ইউপি সদস্যসহ এলাকার গণ্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।