বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জুলেখা সিদ্দিকীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি গাজীপুরের কোনাবাড়ীতে মাদক কারবারি আটক বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ,গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগ কুড়িগ্রামে কমিউনিটি নেতা ও যুব ফোরাম এবং স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন দেড় ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কোনাবাড়িতে প্রতিবন্ধী ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট নাগেশ্বরীতে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত গাজীপুরে কারখানা খোলার দাবিতে গণ সমাবেশ শুরু 

চাঁপাইনবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

কবির হাসান,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ২১১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে এক প্রবাসীর স্ত্রী। মৃত গৃহবধূ মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি তার পরিবারের। শুক্রবার (২০ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন হোসেনডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।

গৃহবধূ ফাতেমা বেগম (৩৪) সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন নয়ানগর গ্রামের কাতার প্রবাসী আব্দুল আলীমের স্ত্রী, তিনি এক সন্তানের মা। পরিবার জানায়, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতার পাশাপাশি মাথা ব্যথার সমস্যায় ভুগছিলেন তিনি। মৃতের পরিবার, স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ জানুয়ারি) সকাল থেকে প্রচন্ড মাথা ব্যথায় ভুগছিলেন ফাতেমা।

বাসায় কেউ না থাকায় বেলা ৩টার দিকে তার ছেলে রমজান আলী (৭) বাসায় এসে দেখে ঘরের দরজা বন্ধ। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে, স্থানীয়দের ডেকে দরজা ভেঙে দেখা যায়, জানালার গ্রিলে তার মরদেহ ঝুলে আছে। মৃতের বড় ভাই আবু বাক্কার বলেন, আমার বোনের স্বামী কাতারে থাকেন। একটা ভাগ্নে নিয়ে বোন শ্বশুরবাড়িতে বসবাস করে। ভাগ্নে আমাদের বাসায় দুপুরে খেতে এসেছিল। বাসায় ফিরে দেখে তার মা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমার বোন মাথার ব্যথা সহ্য করতে না পেরে হয়তো আত্মহত্যা করেছে। স্থানীয় ইউপি সদস্য শরীয়ত আলী জানান, স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে আমাকে জানায়।

ফাতেমা বেগম দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ও মাথা ব্যথায় ভুগছিলেন। স্থানীয় বাসিন্দা, প্রতিবেশী ও পরিবারের লোকজনের ধারণা আত্মহত্যা করেছেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর