বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
টঙ্গীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার কোনাবাড়িতে ঝুট গোডাউনে আগুন,নিয়ন্ত্রণে ৪ ইউনিট কারামুক্ত হলেন ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে

চাঁপাইনবাবগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম : / ১০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নিহাল খান : চাঁপাইনবাবগঞ্জে ওজন ও পরিমাপে কম প্রদান করায় রড-সিমেন্টের দোকান ও ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

জেলার আরামবাগ, সোনা মসজিদ রোড এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, ডিজিটাল স্কেলের বৈধ সনদ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮’ অনুযায়ী মেসার্স নির্মাণ ট্রেডিং ও মেসার্স মো: এমদাদুল হককে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মেসার্স এ কে খান ফিলিং স্টেশনে চাপাইনবাবগঞ্জ এর পেট্রোল ডিস্পেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মি.লি. এর বেশি কম প্রদান করায় ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহীর পরিদর্শক (মেট্রোলজি) কামরুল হাসান।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর