বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন অতীতে ঘরে ঘরে চাকরি দেবার নাম করে হাহাকার দিয়ে গেছে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয় জাকের পার্টির নেতা রবিউল ইসলাম রবি ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত সলঙ্গায় সেচ্ছাসেবকদলের শীতবস্ত্র বিতরণ গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা

জুবায়ের ও সাদ অনুসারীদের মধ্যে সং’ঘর্ষ, নিহত ৩ আহত শতাধিক 

রিপোর্টারের নাম : / ২২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে যুবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুমুল সংঘর্ষে তিনজন নিহত ও প্রায় শতাধিক আহত হয়েছেন। ইজতেমা ময়দান সাদপন্থীরা দখল করেছে দাবী করে ভিডিও বক্তব্য দিচ্ছে।
মঙ্গলবার  (১৭ ডিসেম্বর) রাত ৩ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন অপর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা জায় বলে জানা গেছে।
নিহতরা হলেন,কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার এগারসিন্দু গ্রামের বাচ্চু মিয়া (৭০),ঢাকার দক্ষিন খানের বেড়াইদ এলাকার তাইজুল (৬৫) ও বগুড়া জেলার বেলাল হোসেন (৬০)।
নিহতরা সবাই তাবলীগ জামাত বাংলাদেশ (শুরায়ী নেজাম) এর সাথী বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান।
আহতদের মধ্যে, আঃরউফ (৫৫) বি বাড়িয়া মজিবুর রহমান (৫৮) ময়মনসিংহ, আঃ হান্নান (৬০), জহুরুল ইসলাম (৩৮) টঙ্গী, আরিফ (৩৪) গোপালগঞ্জ, ফয়সাল (২৮) সাভার, তরিকুল (৪২) নরসিংদী, সাহেদ (৪৪) চট্রগ্রাম, উকিল মিয়া (৫৮) নরসিংদী, পান্ত( ৫৫) টঙ্গী, খোরশেদ আলম (৫০)
বেলাল( ৩৪) কেরানীগঞ্জ, আনোয়ার (৫০) নারায়ণগঞ্জ, আবু বক্কর (৫৯) নারায়ণগঞ্জ, আরিফুল ইসলাম (৫০), আনোয়ার (২৬) সাভার,আনোয়ার (৭৬) নোয়াখালী সদর, ফোরকান আহমেদ (৩৫), সাতক্ষিরা, আঃরউফ (৫৫) বি বাড়িয়া, মজিবুর রহমান (৫৮) ময়মনসিংহ, আঃ হান্নান (৬০) গাজীপুর, জহুরুল ইসলাম (৩৮) টঙ্গী, আরিফ (৩৪) গোপালগঞ্জ, ফয়সাল (২৮) সাভার, তরিকুল( ৪২) নরসিংদী সাহেদ (৪৪) চট্রগ্রাম এদের নাম জানা গেছে।
তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান,১৭ ডিসেম্বর মাওলানা জুবায়েরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয় আজ স্বরাষ্ট্র উপদেষ্টা বেলা ১২টায় আমাদের সাথে গুরুত্বপূর্ণ বর্তমান সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এরই মধ্যে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস সহ কয়েকজন সমন্বয়ক রাত আড়াইটার সময় কাকারাইল মসজিদে আমাদের সাথে আলোচনার জন্য আসেন, কিভাবে সমস্যার সমাধান করা যায়। কিছুক্ষণ পরেই খবর আসে যে সাদপন্থীরা সারা দেশ থেকে টঙ্গী ময়দানের পশ্চিম পাশে বেলাল মসজিদে অবস্থান করছে এবং সেখান থেকে সারাদেশ থেকে বিভিন্ন গুন্ডা সন্ত্রাসী ভাড়া করে এবং বিভিন্ন এলাকা থেকে তাদের নতুন, পুরাতন সমস্ত সাথী জমা করে ধারালো অস্ত্র সহ সশস্ত্র অবস্থায় টঙ্গী ময়দানের ফরেন টেন্ট  এর গেট ভেঙে টঙ্গী ময়দানের ভিতরে প্রবেশ করে।
সাদপন্থীরা যখন কোনোভাবেই  প্রশাসনিক কোন সিদ্ধান্ত পাচ্ছে না তা দেখে —  তখন ইজতেমার ময়দানে বিশ্ব ইজতেমার প্রস্তুতি কাজে নিয়োজিত ও পাহারায় নিয়োজিত ও ঘুমন্ত শুরায়ী নেজামের তাবলীগের সাথীদের উপর সন্ত্রাসী হামলা চালায়।   এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পরে একজন মারা জান। আহত হন শতাধিক।
সাদপন্থীদের প্রভাবশালী মুরুব্বী মুয়াজ বিন নূর এক ভিডিও বার্তায় বলেছেন, আমরা এখন ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণে আছি। যোবায়ের পন্থীদের আক্রমনে আমাদের এক ভাই শহীদ হয়েছেন। ময়দানে অনেক যোবায়ের পন্থী চাকু ও ছোঁড়া সহ আটক হচ্ছে বলে নূরের দাবী।
এদিকে ইজতেমা ময়দানে সংঘর্ষের ফলে হতাহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হচ্ছে।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র ব্রাদার হাফিজুল ইসলাম জানান নিহত ও আহতদের সংবাদ নিশ্চিত করে বলেছেন, এই পর্যন্ত একজন নিহত ও অসংখ্য লোক আহত হয়েছে। আহতরা হাসপাতালে আসছে।
এবিষয় টঙ্গী পশ্চিম থানা ওসি ইসকন্দার হাবিব বলেন,এখন পর্যন্ত আমরা দুই জন নিহতের তথ্য পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর