টঙ্গীতে বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে র্যাবের অভিযান আড়াই লাখ টাকা জরিমানা
গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) । সোমবার টঙ্গীর বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব-১ এর নির্বাহী ম্যাজিস্টেট কাগজপত্রে বিভিন্ন অসংগতি থাকার কারণে ৪টি বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে ।
র্যাব জানায়, বেসরকারী ক্লিনিকের ব্যাপক অনিয়মের গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গাজীপুর মহানগরের টঙ্গীতে মাইশা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার , ফাতেমা জেনারেল হাসপাতাল, নিউ লাইফ হাসপাতাল এন্ড ট্রমা সেন্টার ও সেবা শুশ্রুষা হাসপাতাল অভিযান চালানো হয় । এসময় ও্ই ৪ হাসপাতাল কর্তৃপক্ষকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন র্যাব ১ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান।
এসময় উপস্থিত ছিলেন র্যাব ১ এর সিবিসি ২ কোম্পানি কমান্ডার মেজর আহনাফ রাসিফসহ র্যাব সদস্যরা।