ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান এখন স্মার্ট বাংলাদেশ গড়ার সময়, তানভীর শাকিল জয় এমপি
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী আজ, বাংলার গণমানুষের শেখ সাহেব হিসেবে তিনি অতি পরিচিত, বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, এখন আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলেছি। বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে যার যার অবস্থান থেকে নিয়োজিত হতে হবে।
এসময় তিনি বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং আদর্শ বিষয়ে আলোকপাত করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। শুক্রবার ১৭ মার্চ সকালে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ছাড়াও ইউপি চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ছাড়াও দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য রেলি এবং স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে।