শিরোনামঃ
ঢাবির নতুন উপাচার্যকে অভিনন্দন এবং বিদায়ীকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামালকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। আজ রবিবার (১৫ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় উপাচার্য ড. মাকসুদ কামালকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃতে উৎকর্ষতা ও সৃজনশীলতায় ঢাকা বিশ্ববিদ্যালয় আরো বেশি সমৃদ্ধি অর্জন করবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
ড. মাকসুদ কামাল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একই বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। একই বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মো. আখতারুজ্জামানকে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে দক্ষতা ও সফলতার জন্য ধন্যবাদ জানান। উপাচার্য হিসেবে অর্জিত অভিজ্ঞতা তার পেশাগত জীবনে আরো বেশি উৎকর্ষতার স্বাক্ষর বয়ে আনবে বলে অভিমত ব্যক্ত করেন উপাচার্য ড. মশিউর রহমান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর