সোমবার, ১২ মে ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনায় বেধড়ক পিটিয়ে রেজাউল নামের একজনকে জখম বেনাপোলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু সিরাজগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেফতার ভাঙ্গুড়ায় মাটির রাস্তা ভরাট কাজের উদ্বোধন র‌্যাবের অভিযানে কষ্টিপাথরসহ ৩ জন পাচারকারী গ্রেফতার ঠাকুরগাঁওয়ে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ‎ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ, ঠাকুরগাঁও সীমান্তে ১০ জন আটক বুড়িমারী স্থলবন্দরে ট্রাক ট্রাংলরী থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি মাসুদ খন্দকারের বাসায় হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত সন্ত্রাস ও চাঁদাবাজির কোন দল নেই,জিএমপি কমিশনার

তাড়াশে মেয়র পদে নির্বাচিত হলে পৌর পিতা নয়’ জনগণের সেবক হতে চান শাহিনুর আলম লাবু

সোহেল রানা সোহাগঃ / ১৩০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ জুন, ২০২৩
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু

সিরাজগঞ্জ তাড়াশ নবগঠিত পৌরসভার আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। আর এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান তাড়াশ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু।

নির্বাচনে যদি দলীয় প্রতিক নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন তাহলে পৌর পিতা নয়, জনগনের সেবক হয়ে কাজ করবেন জানান তিনি। ইতোমধ্যে তিনি নিজে ও তার সমর্থক নেতাকর্মীরা প্রচার প্রচারণা শুরু করেছেন। শাহিনুর আলম লাবু ১৯৭৯ সনের ১৬ জুলাই তাড়াশ পৌর শহরের খাঁন পাড়ায় একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমজাদ হোসেন খান আর মাতা মোছাঃ লাইলী বেগম। তিনি আওয়ামী পরিবারের সন্তান। শাহিনুর আলম লাবু দশম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে যুক্তহন।

এরপর ১৯৯৬-৯৭ সনে তাড়াশ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেন। ২০০০-২০০৫ সনে উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দায়িত্ব পালন করেন তিনি। ২০০৬ সালে তাড়াশ উপজেলা যুবলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন । এরপর ২০১৩- ২০২১ সাল পর্যন্ত উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হন এবং বর্তমান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছেন। মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি শাহিনুর আলম লাবু এ প্রতিবেদক কে জানান, ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে রাজনীতির সাথে যুক্ত হয়ে জনগনের সেবা করে যাচ্ছি। দলের জন্য মিছিল মিটিং করতে গিয়ে বিভিন্ন সময় হামলা মামলা শিকার হয়েছে। তবুও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যূত করতে পারেনি আর পারবেও না।

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নৌকার মনোনয়ন দেন তাহলে পৌরবাসীর মুল্যবান ভোটে জয়ী হয়ে আমি কখনো পৌর পিতা নয় সেবক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ইতি মধ্যেই নির্বাচন কমিশন থেকে নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ১৭ জুলাই অনুষ্ঠিত হবে ভোটগ্রহন। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর