শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন

পাঁচবিবিকে দেড় হাজার পরিবার পেলেন পুঁজা সামগ্রী

রিপোর্টারের নাম : / ১৪১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাঁচবিবি পৌরসভার হিন্দু সম্প্রদায়ের মাঝে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডলের পক্ষ থেকে নারিকেল, চিনি ও শাড়ী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে প্রায় দেড় হাজার গরিব অসহায় পরিবারের মাঝে এসব পুঁজা সামগ্রী বিতরণ করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল খায়ের হোসেন স্বপনসহ অনেকেই।

শামীম হোসেন মন্ডল বলেন:“দুর্গাপূজা আমাদের বড় উৎসবগুলোর একটি। এই উৎসবকে ঘিরে সবাই যাতে আনন্দ-উৎসবে শামিল হতে পারে, তাই আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতার চেষ্টা করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে আমরা সবাই মিলে সুখ-দুঃখ ভাগাভাগি করবো—এটাই আমাদের প্রতিজ্ঞা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর