পার্বতীপুরে হরিহরপুরে এক বিবাহিত মহিলা বিষপানে মৃত্যু

দিনাজপুরে পার্বতীপুরে ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের হরিহরপুর (বালু পাড়া) গ্ৰামে আনুমানিক ৭ ফ্রেব্রুয়ারি রাত ১২ টায় এক বিবাহিত মহিলা পাখি মাড়া ওষুধ বিষপানে মৃত্যু।
মৃত্যু ব্যাপারে স্বামী মোঃ আলমগীর বলেনঃ আমার সাথে রাতে স্ত্রী শাহনাজ পারভীন রাগারাগী হয়েছে এবং পরে মিমাংসা হয়েছে।রাতে সন্তান কেঁদে উঠলে আমি তাকে দুধ খাওয়ানোর জন্য বললে সে খাওয়ালে হঠাৎ ছেঁকে ওঠলে দেখি সে পাখি খাওয়ার বিষ খেয়েছে এবং পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আলমগীরের বাবা রাব্বানী বলেনঃ আমার ছেলে বাহির থেকে এসে দেখে বউমা পাখি মাড়া বিষ খেয়ে ছটফট করছে।আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন ঃমৃত্যু শাহনাজ পারভীন এর বিষয়ে পার্বতীপুর মডেল থানায় সংবাদ প্রদান করিলে পার্বতীপুর থানার অপমৃত্যু মামলা নং- ৪ তাং ০৮/০২/২০২৩ রুজু করিয়া তদন্তের জন্য আমাকে অর্পণ করিলে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এব্যাপারে ইউপির সদস্য মোঃ মাহবুব বলেন ঃরাতে সংবাদ পাই শাহনাজ পারভীন বিষ খেয়েছে পরে দিনাজপুর হাসপাতালে যায় কিন্তূ সকালে হাসপাতালে রিপোর্ট চাইলে হাসপাতালে কোন কাগজ দেখাতে পারেনি তাই পরিবার, অবশেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত রিপোর্ট না পযর্ন্ত আর কোন তথ্য পাওয়া যায়নি।