প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সলঙ্গায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সলঙ্গা থানা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
শনিবার বিকেলে সলঙ্গা থনাা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সলঙ্গা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সলঙ্গা ভূষালহাটায় সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ রায়হান গফুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ফণি ভূষন পোদ্দার,মিজানুর রহমান বিএসসি,থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান তালুকদার, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুুল হক,রিয়াদুল ইসলাম ফরিদ,থানা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মাসুদ রানা শান্ত,থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি কর্তৃক হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। বিএনপি ও ছাত্রদল ৭৫ এর ঘটনা ঘটনোর হুমকি দেয়।
দেশ বিরোধী, ষড়যন্ত্রকারীদের রুখতে হবে। দোষীদের দ্রুত প্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ,মৎস্যজীবিলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।