শিরোনামঃ
ফরিদপুরে হত্যা মামলার আসামি গাজীপুরে গ্রেফতার
ফরিদপুর জেলার সদরপুর এলাকায় চাঞ্চল্যকর মান্নান হত্যার ঘটনায় সক্রিয়ভাবে জড়িত অন্যতম প্রধান আসামি সোহেল মল্লিকে (৩০) গাজীপুরের কালিয়াকৈর এলাকা হতে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র্যাব-১০ ও র্যাব-১।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সময় কালিয়াকৈর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল ফরিদপুরের সদর থানার চর ডুবাইল এলাকার দিলো মল্লিক এর ছেলে।
র্যাব জানায়,জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২২ মে সন্ধ্যা ৭ টার সময় সোহেল মল্লিক ও তার অন্যান্য সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পরস্পর যোগসাজশে ভিকটিম মান্নান বেপারী (৫০) কে হত্যার উদ্দেশ্যে তাদের পূর্বপরিকল্পিত ঘটনাস্থল ফরিদপুর জেলার সদরপুর থানাধীন রাজারচর ওয়াজ এলাকার একটি রাস্তার পাশে ওৎ পেতে থাকে। পরবর্তীতে ভিকটিম মান্নান উল্লেখিত এলাকার পাকা রাস্তার উপর পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সোহেল মল্লিক ও অন্যান্য আসামিরা ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে তাদের কাছে থাকা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ী মারধর করে মারাত্মক রক্তাক্ত গুরুতর জখম করে।
র্যাব আরো জানায়,উক্ত ঘটনার পর স্থানীয় লোকজন আহত অবস্থায় ভিকটিম মান্নানকে সদরপুর হাসপাতালে ভর্তি করে। এ সংক্রান্তে মান্নান এর ভাই মোঃ রজ্জব আলী বেপারী ফরিদপুর জেলার সদরপুর থানায় সোহেল মল্লিকসহ ১১ জন ও অজ্ঞাতনামা আরো ৫ থেকে ৬ জনের বিরুদ্ধেএকটি মামলা দায়ের করেন যার মামলা নং-১৪(০৫)২৩। অতঃপর ভিকটিম মান্নানকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান অবস্থার অবনতি ঘটলে মান্নানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে গত ১১ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হত্যার ঘটনার সহিত তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।
র্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক কে এম শাইখ আকতার জানান, গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর