শিরোনামঃ
বশেমুরকৃবিতে ‘দি আর্ট অভ টিচিং এন্ড ক্রিয়েটিভ পেডাগজি ফর হায়ার এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গাজীপুর জেলা সংবাদদাতাঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘দি আর্ট অভ টিচিং এন্ড ক্রিয়েটিভ পেডাগজি ফর হায়ার এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উচ্চ শিক্ষায় আধুনিকায়ন ও যুগোপযোগী করতে দুই দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ১০১ জন প্রভাষক, সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপকদের নিয়ে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের উদ্বোধন গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের ভার্চুয়াল কক্ষে অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। আইকিউএসি’র
অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান এর সঞ্চালনায় আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রশিক্ষণের রিসোর্স স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর ড. মাসুমা হাবিব। এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শিক্ষকবৃন্দ কীভাবে পাঠদানকে অধিকতর কার্যকর করতে পারেন তা আজকের প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা সার্বিক ধারণা পাবেন। এক্ষেত্রে শিক্ষকদের আধুনিক কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের মাঝে পাঠদানের বিষয়ে গুরুত্বারোপ করেন এ শিক্ষাবিদ ও বিজ্ঞানী।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর