মতবিনিময়কালে অধ্যাপক ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান বলেন, এটি একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় সুতরাং এর মান অক্ষুণ্ন রাখতে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া সকলের কথা স্মরণ করে তিনি বলেন, শহীদদের রক্তের মাধ্যমে অর্জিত এ নতুন স্বাধীনতা দৃঢ় রাখতে প্রত্যেকেই সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বিগত ২ মাসে যে ক্ষতি সাধিত হয়েছে তা আর দীর্ঘায়িত না করে দ্রুততার সাথে সকল কার্যক্রম স্বাভাবিককরণের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান এ অধ্যাপক।
তিনি যতদিন এ দায়িত্বে বহাল থাকবেন ততদিন সর্বোচ্চ অগ্রাধিকার পায় এমন ক্ষেত্রসমূহকে ঢেলে সাজানোর আশ্বাসও দেন তিনি। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্ব নেয়ার পর প্রথম মতবিনিময় সভা এটি।