বাংলাদেশের প্রেস ক্লাব মির্জাপুর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশের প্রেস ক্লাব মির্জাপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছে।
আজ সোমবার সংগঠনটির উপজেলা কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মীর শরীফ মাহমুদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান জহিরুল ইসলাম,উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আবুল কাশেম,গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পূর্ব) সভাপতি আশরাফ খান ও সাধারন সম্পাদক সালাউদ্দিন ভূইয়া ঠান্ডু,বিআরডিবির ভাইস চেয়ারম্যান আবিদ হোসেন শান্ত,বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মীর সাব্বির,উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম,শিক্ষক, চাকুরিজীবী, সহ বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বাংলাদেশ প্রেস ক্লাব মির্জাপুর উপজেলা শাখার সভাপতি হাজী মীর মঈন হোসেন রাজীবের সভাপতিত্বে বিভিন্ন নেতৃবৃন্দরা প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন সম্পর্কে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পেশা সাংবাদিকতা। সাংবাদিকরা হল জাতির বিবেক। আপনাদের লেখনির মাধ্যমেই সমাজের নানা অসঙ্গতি, সমস্যা, সম্ভাবনা উঠে আসে। বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত, পক্ষপাতিত্বমূলক সংবাদ যেন পরিবেশিত না হয় বিষয়টি পেশাদার সাংবাদিকদের লক্ষ্য রাখতে হবে। এ ধরনের সংবাদ পরিবেশিত হলে দেশ,সমাজ ও জনগনের ক্ষতি হবে।