শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে আবাসিক হোটেল থেকে ২ নারীসহ ১৬ জনকে আটক করেছে পুলিশ ভুরুঙ্গামারীতে চর বিষয়ক মন্ত্রাণালয়ের দাবীতে মানববন্ধন ‎উপজেলা প্রকৌশলীদের উপর হামলা ও হুমকির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কাজিপুরের লাইসিয়াম স্কুল এন্ড কলেজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত  লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শ্যামল ও সাবেক ছাত্রলীগ নেতা আটক! জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি নিয়ে দুপক্ষের  পাল্টাপাল্টি কর্মসূচী কুড়িগ্রামে ‘’ফ্রেন্ডশিপ ডিসএবিলিটি প্রোগ্রাম’’ এর এডভোকেসি সভা অনুষ্ঠিত কোনাবাড়িতে ইয়াবাসহ গ্রেফতার-১ লফস’র আয়োজনে খেলার মাঠ,পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ক আলোচনা সভা সলঙ্গায় ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত যুবক

বাউফলে ১৫টি মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত

মাসুদ রানা, পটুয়াখালীঃ / ১৩৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

পটুয়াখালীর বাউফল উপজেলার ১৫টি জামে মসজিদে আজ শুক্রবার সকালে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের পশ্চিম এলাহাবাদ শাহ্ মমতাজিয়া দরবারের অনুসারিরা শুক্রবার সৌদিআরবের সঙ্গে মিল রেখে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পশ্চিম এলাহাবাদ শাহ্ মমতাজিয়া দরবারের বর্তমান পীর হযরত মাওলানা আলহাজ্জ মোহাম্মদ আলী। পাকিস্তান শাসনামলে বাকেরগঞ্জের সুন্দরকাঠী গ্রামের তাজউদ্দিন আহমেদ নামের এক ব্যক্তি বাউফল থানায় কনষ্টেবল পদে চাকুরি করতেন। তিনিই এই এলাকায় প্রথম মমতাজিয়া দরবারের খাদেম হিসেবে কাজ শুরু করেন। এক পর্যায়ে তাজউদ্দিন আহমেদ কনষ্টেবল পীর হিসেবে পরিচিতি পান। এরপর থেকে কনষ্টেবল পীরের অনুসারিরা বাউফলের বিভিন্ন গ্রামে সৌদি আরবের সঙ্গে সময়ের মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেন।

প্রতিবছরের মতো এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে শুক্রবার বাউফলের নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি তালুকদার বাড়ি, মদনপুরা রুস্তম আলী মৃধা বাড়ি, চন্দ্রপাড়া বড় হাওলাদার বাড়ি, কনকদিয়া খান বাড়ি, বীরপাশা সরদি কাশেম খলিফা বাড়ি, বালিয়া, চাঁদপাল, শাপলাখালী, ধাউড়াভাঙ্গা, রাজনগর, শাপলাখালী তালুকদার বাড়ি, দ্বিপাশা লতিফ হাওলাদার বাড়ি, পশ্চিম দ্বিপাশা হাওলাদার বাড়ি, কায়না নছর উদ্দিন মোল্লা বাড়ি ও সাবুপুরা আলাউদ্দিন মৃধা বাড়ি জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। শাহ্ মমতাজিয়া দরবার ও কনষ্টেবল পীরের অনুসারী বাউফল উপজেলার বিলবিলাস গ্রামের শাহজাহান মুন্সি বলেন, ১৫টি জামে মসেিজদে আমরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর