বাউফলে ১৮শ পিস ইয়াবাসহ আটক-১
পটুয়াখালীর বাউফলে রাজিব দাস (৩০) নামের এক যুবককে ১৮০০পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় বাউফল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রাজিব উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠী গ্রামের রনজিৎ দাস ওরফে রনজিৎ রায়ের ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মো. মিজানুর রহমানের ও এএসআই মহিউদ্দিনের নেতৃতে পুলিশের একটি টিম সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে ধূলিয়া চাঁদকাঠী ব্রিজের কাছে অবস্থান নেয়। ওই পথে রাজিব বরিশাল যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। এসময় রাজিবের ইয়াবার প্যাকেট পাওয়া যায়। বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, রাজিব একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা রয়েছে।