বিডি২৪লাইভের বর্ষসেরা জেলা প্রতিনিধি হলেন সিরাজগঞ্জের সোহেল রানা
নিজস্ব প্রতিবেদক: জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দুই দিনব্যাপী বিডি২৪লাইভ ডটকমের প্রতিনিধি সম্মেলন। সোমবার (২০ জানুয়ারি) সকাল থেকে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল পর্যন্ত গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকার একটি রিসোর্টে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এবারের আয়োজনে বর্ষসেরা প্রতিনিধি, বর্ষসেরা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বর্ষসেরা মানবিক প্রতিনিধি ও আজীবন সম্মাননা স্মারক হিসেবে ৫ জনকে বেছে নেওয়া হয়।
বর্ষসেরা জেলা প্রতিনিধি হওয়ার দৌঁড়ে ছিলেন তিনজন। যাদের মধ্যে রয়েছেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল রানা, বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ ও কক্সবাজার জেলা প্রতিনিধি শাহিন মাহমুদ রাসেল।
তিনজনের মধ্যে থেকে সোহেল রানাকে ২০২৪ সালের বর্ষসেরা জেলা প্রতিনিধির পুরস্কার হাতে তুলে দেওয়া হয়েছে।
এছাড়াও বর্ষসেরা মানবিক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এস হোসেন আকাশ, বর্ষসেরা ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যায়ের প্রতিবেদক আরিফ জাওয়াদ, আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন সিলেটের বিশেষ প্রতিনিধি এম এ আহমেদ আজাদ ও বিশেষ প্রতিনিধি খায়রুল ইসলাম রফিক।
প্রতিনিধি সম্মেলনে বিডি২৪লাইভের সম্পাদক মোঃ আমিরুল ইসলাম আসাদ বলেন, ‘প্রতিনিধিদের কাজের গতি, উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি করার লক্ষ্যেই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আমরা চেষ্টা করেছি, প্রত্যেক প্রতিনিধিকেই সম্মানিত করার। আশা করছি, আগামীতে এই ধারাবাহিকতা অব্যহত থাকবে। প্রতিবছর বিডি২৪লাইভের প্রতিনিধি সম্মেলন এক মিলন মেলায় পরিণত হবে।
বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল রানা বলেন, আমি বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের সাথে শুরু থেকেই কাজ করছি। বিডি টোয়েন্টিফোর লাইভ এবার আমাকে যে সম্মাননা দিয়ে সম্মান করেছে এতে আমি অনেক খুশি এবং এই প্রতিষ্ঠানের প্রতি আমি চির কৃতজ্ঞ হয়ে থাকলাম।
তিনি আরো বলেন, বিডি টোয়েন্টিফোর লাইভ আমাকে এই সম্মাননা দিয়ে আমার কাজকে আরো এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা বাড়িয়ে দিয়েছে। আশা করি আমিও আমার স্থান থেকে বিডি টোয়েন্টিফোর লাইভকে আরো ভালো ভালো নিউজ উপহার দিতে পারবো।
এবার আমি বর্ষসেরা জেলা প্রতিনিধি হিসেবে সম্মাননা স্মারক পেয়েছি। এটা ছিল ব্যতিক্রম অনুভূতি। সাংবাদিকতার জীবনে এর আগেও সম্মাননা পেয়েছি। প্রতিটা জেলার মধ্য থেকে আমাকে বেচে নিয়েছেন এতে আমি অনেক খুশি। দেশের শীর্ষ স্থানীয় অনলাইন পোর্টাল বিডি২৪লাইভ.কম পক্ষ থেকে আমাকে সম্মাননা প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্তৃপক্ষের নিকট। সবার কাছে দোয়া চাই পরবর্তী জীবনের জন্য, পেশাগত অভিজ্ঞতাকে মলাট বদ্ধ করে, কর্মক্ষেত্রে আরও এগিয়ে যেতে পারি। সবার দোয়া উৎসাহ উদ্দীপনাই কর্মক্ষেত্রে সাহসের যোগান দিতে পারি।
বিডি২৪ লাইভ ডটকেমর প্রতিনিধি সম্মেলন দীর্ঘ প্রায় ৭ বছর পরে আয়োজন করা হয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি। ‘প্রিয় প্রতিষ্ঠান বিডি২৪ লাইভ ডটকম এবং আমার সহকর্মীদের প্রতি ভালোবাসা, যারা আমাকে এই অর্জনে পৌঁছাতে সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমার এই প্রাপ্তি উৎসর্গ করলাম আমার প্রিয় সকলকে।’ প্রতিনিধি সম্মেলন আগামীতে প্রতিনিধিদের কাজের গতিশীল ও প্রতিনিধিদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। বিশেষ করে সম্পাদক আমিরুল ইসলাম আসাদ ও মফস্বল সম্পাদক রেজোয়ানুল ইসলাম বাধনের প্রতি কৃতজ্ঞ।
দুই দিনব্যাপী এবারের সম্মেলনে ছিলো পরিচিতি পর্ব, কর্মশালা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, প্রতিনিধিদের মাঝে সার্টিফিকেট বিতরণ ও প্রতিনিধিদের ক্রেস্ট সম্মাননা প্রদান।