রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

বেতাগীতে কৃষকের মাঝে বীজ-সার ও নারিকেল চারা বিতরণ

রিপোর্টারের নাম : / ৩৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ জুলাই, ২০২৪

বেতাগী (বরগুনা) প্রতিনিধি- বরগুনার বেতাগীতে ৪ হাজার ২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেল চারা, বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০৯ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে এ প্রণোদনা দেওয়া হয়।

জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী আমন ধান ও নারিকেল আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ২৫০ কৃষকে আমন ধানের বীজ ও সার প্রদান করা হয়। যেখানে প্রতিজন কৃষককে ১০ কেজি আমন ধানের বীজ, ২০ কেজি সার প্রদান করা হয়েছে। এছাড়াও ৫ টি করে ৫শ’ কৃষককে নারিকেল চারা দেওয়াা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদেও সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বরগুনা ২ আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: খলিলুর রহমান খান, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহামুদুল হাসান মহসিন, মহিলা ভাইস চেয়ারম্যান নিপু রানী দাস। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর