বেনাপোল-ঢাকা রুটে নতুন রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন, যাওয়া যাবে পৌনে ৪ ঘণ্টায়
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি :- বেনাপোলে ঢাকা নতুন দুইটি ট্রেন যাত্রীবাহী ট্রেন চালু হতে যাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস সাপ্তাহিক একদিনের বিরতি রেখে নিয়মিত যাতায়াত করবে। নতুন চালু হওয়া ট্রেনে বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে।
বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক পরিপত্রে এই সিদ্ধান্ত জানা গেছে। আগামী ২৪ ডিসেম্বর রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দুইটি ট্রেন চলাচল উদ্বোধন করবেন।
রেলওয়ে জানিয়েছে, ৮২৭ ও ৮২৮ নং রূপসী বাংলা এক্সপ্রেস নোয়াপাড়া, সিঙ্গিয়া জংশন, নড়াইল, লোহাগড়া, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশনে যাত্রা বিরতি করবে।
৮২৭নং প্রান্তিক স্টেশন বেনাপোল, ছাড়ার সময়:- ১৫,৩০:গন্তব্য স্টেশন ঢাকা- ১৯, ১০:পৌঁছার সময়। ৮২৮ংপ্রান্তিক স্টেশন ঢাকা -১০,৪৫গন্তব্য স্টেশন বেনাপোল -১৪,৩০পৌঁছার সময়। সাপ্তাহিক বন্ধের দিন :সোমবার। আসন সংখ্যা :-৭৬৮টি। বেনাপোল এক্সপ্রেস যেভাবে ছিল,সেইভাবে চলাচল করবে।