বেনাপোলে পৃথক অভিযানে ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ৩ অনুপ্রবেশকারী আটক
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুরের চোরাপথে ভারতে অনুপ্রবেশকালে তিন বাংলাদেশি এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তিন অনুপ্রবেশকারী এবং ২৬ লাখ টাকার ভারতীয় বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়। আটক তিন অনুপ্রবেশকারী হলো, সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামের সাইফুল মোড়ের ছেলে রসূল মোড়ল (২০), খুলনার তেরখাদা উপজেলার পাড়াজাড়ি গ্রামের দাউদ মোল্লার ছেলে আহমেদ মোল্লা (২৫) ও জয়পুরহাট জেলা সদরের হিসমি গ্রামের জব্বার মোল্লার মেয়ে রুবি খাতুন (২২)।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে তিনজন অনুপ্রবেশকারী এবং বেনাপোল আইসিপি ও আমড়াখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস, চাদর, কম্বল ও বিভিন্ন প্রকারের কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। আটক মালামাল বেনাপোল কাস্টমসে জমা করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশকারী তিনজনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় বিজিবি।