বেনাপোলে মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোর বেনাপোল সাদীপুর গ্রামের মাদক ব্যবসায়ী আক্তার হোসেনকে হেরোইন মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের আদেশ দিয়েছেন যশোরের একটি আদালত।
রোববার ২ফেব্রুয়ারি যশোর অতিরিক্ত দায়রা জজ আদালত মোহাম্মদ জাকির হোসেন টিপু এক রায়ে এই আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আক্তার হোসেন বেনাপোল পৌরসভার সাদীপুর ১নং ওয়ার্ডের বাসিন্দা ওহিদুল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।
এই মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ৩ নভেম্বর সকালে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে খবর আসে সাদীপুরে এক মাদক ব্যবসায়ী মাদক নিয়ে অবস্থান করছেন। তাৎক্ষণিক একটি টিম সকাল সাড়ে ১০টায় সাদীপুর ব্রিজের পাশে বেলতলা মোড়ে আক্তার হোসেনকে দেখে সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করলে পুলিশ আক্তারের প্যান্টের মধ্যে পলেথিনে মোড়ানো অবস্থায় একশ’ ২০ গ্রাম হেরোইন উদ্ধার করে।
ওই ঘটনায় বেনাপোলে পোর্ট থানায় মামলা করেন এসআই ফকির তাইজুর রহমান। পরবর্তীতে মামলাটি তদন্ত করে বেনাপোল পোর্ট থানার এসআই মফিজুর রহমান চৌধুরী ২০১৫ সালের ১৭ ডিসেম্বর আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
দীর্ঘ সাক্ষ গ্রহণ শেষে আসামি আক্তার হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।
বর্তমানে সাজাপ্রাপ্ত আক্তার হোসেন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন।