ভাঙ্গুড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোঃ আব্দুল আজিজ,ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে সিনহা আক্তার মাইসা খাতুন নামের ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ই জানুয়ারি) সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর সভার ৮নং ওয়ার্ডের মধ্যভদ্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিনহা আক্তার মাইসা খাতুন মধ্যভদ্রপাড়ার এলাকার মোঃ জমিস উদ্দিনের মেয়ে তারা দুই ভাই বোন,ভাইটি বড় বয়স ৪বছর মাইসা ছোট। জসিম উদ্দিন পেশায় একজন কাঠমিস্ত্রী ও দরিদ্র বটে।
জানা গেছে, বাড়ির সামনে রেলের একটি পুকুর আছে মাইসা তার মাকে খুজতে গিয়ে সেই পুকুর ঘাটে পড়ে যায়। ঔসময় তার মা সেখানে ছিলনা। বাচ্চাটি পুকুর ঘাটে কখন গেছে, তার মা টেরও পায়নি। কিছুক্ষণ পরে তার মা ঘাটে গিয়ে মাইসার পরনে থাকা জামা ভেসে থাকতে দেখে চিৎকার দেয়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম বলেন, সিনহা আক্তার মাইসা নামের মেযেটির মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এবং কোন অভিযোগ না থাকায় মেয়েটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।