ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/09/received_214214721624945-700x390.jpeg)
পাবনার ভাঙ্গুড়ায শোকাবহ আগস্ট মাস উপলক্ষে দুঃস্থ্য ও অসহায় ৭ জন প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেয়া হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. মকবুল হোসেন এমপি। কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি।
ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকির হোসেন ছবি, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আসলাম আলী, সহ-সভাপতি মোঃ রমজান আলী খান, সহ-সভাপতি মোঃ গোলাম রসুল পান্ডু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান,ভাঙ্গুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আজিজা পারভীন পাখি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহববায়ক মোঃ গোলাম মুর্তজা সুজন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবনেতা প্রভাষক হেলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিশুসহ ৭ জন প্রতিবন্ধীদের হুইল চেয়ার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসময় দলীয় নেতাকর্মী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।