শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
লালমনিরহাটে অস্ত্রসহ যুবদলের দুই নেতা আটক ভাঙ্গুড়ায় ছাত্রীকে শ্লীলতাহানি করায় ইন্সট্রাকটরকে মারধোর ঝিকরগাছা গদখালী ফেব্রুয়ারির ৩দিবসে শতকোটি টাকা আয়ের আশা চাষীদের কোনাবাড়ীতে আরও এক ছিনতাই কারী গ্রেফতার প্রতিটি সফল আন্দোলনের পেছনে ছাত্রছাত্রীদের অগ্রণী ভূমিকা ছিল,এম মঞ্জুরুল করিম রনি বশেমুরকৃবি’তে আনন্দ-উৎফুল্লে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কোনাবাড়ীতে তিন ছিনতাইকারী গ্রেফতার রাজস্ব হারাচ্ছে সরকার:ধর্মঘটে দ্বিতীয় দিনেও বেনাপোল বন্দর দিয়ে ফল আমদানি বন্ধ লালমনিরহাটে জুই হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ- পুলিশের সাথে ধস্তাধস্তি টেন্ডার বাক্স লুটের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে রাজশাহীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

ভাঙ্গুড়ায় বিএনপি নেতার কন্যাকে ধর্ষণের অভিযোগ আওয়ামী লীগ নেত্রীর ছেলের বিরুদ্ধে

আব্দুল আজিজ ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধিঃ / ১১৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

পাবনার ভাঙ্গুড়ায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে কলেজ ছাত্র ওয়ালিদ হোসেনের (১৭) বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পাথরঘাটা গ্রামে এই ঘটনা ঘটে। ওয়ালিদ ওই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আফসার আলীর ছেলে। ওয়ালীদের মা গুল শাহানারা পারভীন লিপি সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা ভাইস চেয়ারম্যান। এছাড়া তিনি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন। এ ঘটনায় পারভাঙ্গুড়া ইউনিয়নের প্রভাবশালী বিএনপি নেতা ওই কলেজ ছাত্রীর বাবা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা উদয়ন একাডেমীর দশম শ্রেণীর ছাত্রী প্রতিদিনের মতো বৃহস্পতিবার আটটার দিকে পাথরঘাটা গ্রামে একজন শিক্ষকের কাছে গণিত বিষয়ে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে নিজের বাড়ির সামনে পৌঁছালে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওয়ালিদ। এ আগেও অনেক মেয়েকে মোবাইল নগ্ন ছবি তুলে শারীরিক নির্যাতন করার অভিযোগ রয়েছে।খবর পেয়ে স্কুল ছাত্রীর বাবা পুলিশের সহযোগিতায় অসুস্থ অবস্থায় ওই স্কুল ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে স্কুল ছাত্রীকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে স্কুল ছাত্রীর বাবা ভাঙ্গুড়া থানায় লিখিত এজাহার দায়ের করলে পুলিশ ওয়ালিদকে আটক করে।

এ বিষয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী গুল শাহানারা পারভিন লিপি কোন মন্তব্য করতে রাজি হননি। শুধু তিনি সংবাদ প্রকাশ না করতে বারংবার অনুরোধ করেন।

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক উজ্জ্বল হোসেন বলেন, বিষয়টি সেন্সিটিভ হওয়ায় ওই স্কুল ছাত্রীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এর বাইরে মন্তব্য করতে পারছি না।

ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ওয়ালিদ হোসেনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের হয়। তাই তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর