ভালুকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই ছাত্রলীগ নেতাকে ধাওয়া
ময়মনসিংহের ভালুকায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদের ও তার ভাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানমুন খানকে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী ধাওয়া দেওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকালে উপজেলা পূর্ব ভালুকা কোনাপাড়া গ্রামে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী।
জানাযায়, রবিবার সন্ধায় ভালুকা সরকারী কলেজ ছাত্রলীগ নেতা সৃজন সরকার ও তার ভাই রাজন সরকারের সাথে উপজেলা ছাত্রলীগ নেতা সিয়াম, ফয়সাল, ইসানের মারামারি হয়। এর জের ধরে রবিবার রাতে সৃজন ও রাজনের পিতা নাজমুল হক সরকারের ফার্নিচারের দোকানে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদ ও তার ভাই উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সানমুন খানের নেতৃত্বে হামলা ভাংচুর ও লুটপাট হয়। এসময় দোকানের কর্মচারী শরিফ ও শহিদকে তারা ব্যাপক মারধর করে।
পরদিন সোমবার বিকালে আবার ওই ফার্নিচারের দোকানে ভাংচুর করে দুই সহোদরের নেতৃত্বে মটরসাইকেল বহর নিয়ে সৃজন ও রাজনের বাড়িতে গিয়ে তাদের খোঁজতে থাকে। পরে এলাকাবাসী টের পেয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ধাওয়া দেয়। এসময় সবাই পালিয়ে আসতে সক্ষম হলেও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদকে এলাকাবাসি দৌড়িয়ে ধরে ফেলে। পরে এলাকাবসি এলোপাথারী চর থাপ্পর দিলে স্থানীয় মুরুব্বিদের হস্থক্ষেপে শামিমকে ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিবেশ তৈরি হলে ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গির আলম পুলিশের ৩টি ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহাম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করবেননা বলে জানান।