বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে আদম ব্যবসায়ী শাহীন ও মশিয়ারের বিরুদ্ধে প্রতারণা মামলা সৌদি আরবে অবৈধ অভিবাসী! কুড়িগ্রামে এম আর বি ইকো ব্রিকসকে পাঁচ লক্ষ টাকা জরিমানা শার্শা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজ ২ দিনব্যাপি বিজ্ঞান মেলা নারীদের স্বাস্থ্য সচেতনতা ও টেকসই উন্নয়নে টিম চিহ্নের ব্যতিক্রমী উদ্যোগ কোনাবাড়ীতে টিনশেড বাসায় অগ্নিকাণ্ড,৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২ শিক্ষককে মারধোর,সেই যুবদল নেতা দল থেকে বহিষ্কার গাজীপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে দিনব্যাপী দুদকের অভিযান

মন্ডল গার্মেন্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন ইসলাম গার্মেন্টস

গাজীপুর জেলা সংবাদদাতাঃ / ১৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪/২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৪ টার সময় গাজীপুর সিটি করপোরেশনের এর কোনাবাড়ী জরুন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

জরুন ফুটবল এসোসিয়েশন এর উদ্যোগে ফাইনাল খেলায় মন্ডল গার্মেন্টস ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশ।

খেলা শুরুর ৩ মিনিটের সময় ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশের হয়ে গোল করে দলকে লিড এনেদেন ৩৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মো ইসরাফিল। কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশ। প্রথমার্ধের ১০ মিনিটের সময় গোল করে মন্ডল গার্মেন্টস একাদশকে সময়তায় ফেরান ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রোহান। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইসলাম নীট ডিজাইন লিঃ ফুটবল একাদশের হয়ে ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আকাশের গোলে আবারও ২-১ গোলে লিড নেয় দল। দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি মন্ডল গার্মেন্টস ফুটবল একাদশ।

খেলা পরিচালনা করেন মো.মোয়াজ্জেম খান ও সহযোগী রেফারির দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর ও আলম। এছাড়াও চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মো জাহাঙ্গীর আলম (হাসান)।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কাজী ছাইয়েদুল আলম (বাবুল)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রিপন নীটওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক হোসেন খান।

ছাত্র জনতার রক্তের বিনিময়ে এ দেশের মানুষ এখন রাজনীতি করতে পারছে বলে জানান,ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

এছাড়াও কোনাবাড়ী থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাবেক প্রতিষ্টাতা আহবায়ক মো: রবিউল ইসলাম রবি, সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জরুন ফুটবল এসোসিয়েশন এর সভাপতি মোঃ আরিফুল ইসলাম খন্দকার (আরিফ) বলেন,মরহুম আরাফাত রহমান কোকো বাংলাদেশর ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা তার
আত্মার মাগফিরাত কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর