মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সম্মেলন সম্পন্ন
সফল ভাবে সম্পন্ন হলো মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় পঞ্চবার্ষিক জাতীয় সম্মেলন। মেহেদী হাসান পুনরায় সভাপতি এবং সেলিম রেজা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
অনারম্বর জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়ে গেল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এর অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় পঞ্চবার্ষিক জাতীয় সম্মেলন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজার সঞ্চালনায় সকাল এগারো ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে উক্ত সম্মেলনের সূচনা শুরু করাহয়।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব আ.ক.ম মোজাম্মেল হক এমপি। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঐতিহাসিক মুজিব নগর সরকারের প্রথম গার্ড অব অনার প্রদানকারি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (এসপি মাহবুব) বীর বিক্রম।
ঐতিহাসিক এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় মিত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম।
উক্ত সম্মেলন অনুষ্ঠানে সমর্থন জানিয়ে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সন্তানদের বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মেলনে আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পঞ্চবার্ষিক জাতীয় সম্মেলনের মধ্যদিয়ে সারা বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সন্তানদের সংঘটিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।
ঐতিহাসিক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় জাতীয় সম্মেলনে সারা বাংলাদেশ থেকে আগত বীর মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের সম্মিলিত সম্মতিক্রমে মেহেদী হাসানকে পুনরায় সভাপতি এবং মোঃ সেলিম রেজাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে একশত একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।