মৃত ব্যাক্তির পরিচয়ের খোঁজে বেনাপোল পোর্ট থানা পুলিশ
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুটখালী চরের মাঠ সংলগ্ন জনৈক তবিবুর রহমান এর আম বাগানের উত্তর পাশে ইছামতি নদীর তীরে ভাসমান অবস্থায় গত ১৩ আগষ্ট/২০২৪ ইং তারিখ আনুমানিক ২৫-৩০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে বেনাপোল পোর্টথানা পুলিশ। স্থানীয় লোকজন নদীর পাড়ে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
অজ্ঞাতনামা ঐ মৃত ব্যাক্তির উচ্চতা অনুমান ৫ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং শ্যামলা বর্ণের, অধিকাংশ জায়গায় চামড়া ওঠা সাদা, গায়ে কফি রংয়ের স্যান্ডো গেঞ্জি এবং পরনে নীল রংয়ের লুঙ্গি পরিহিত অবস্থায় তাকে পাওয়া যায়।
লাশ উদ্ধারকালীন সময় লাশটির শরীরে পোকা ধরেছিল, বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে পোস্টমর্টেমের পরে ‘আঞ্জুমান মফিদুল ইসলাম’র সহায়তায় যশোর কারবালা কবরস্থানে লাশটি দাফন করা হয়।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা রুজু করা হয়। যার নম্বর -৪, তারিখ:১৪/০৮/২০২৪ ইং ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।
উক্ত লাশের পরিচয় এখনও পর্যন্ত পাওয়া যায় নাই, মামলাটি তদন্তাধীন। অজ্ঞাতনামা উক্ত লাশটি যদি কারও আত্মীয়-স্বজন বা পরিচিত হয় তবে বেনাপোল পোর্ট থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
সরাসরি যোগাযোগ করুন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ০১৩২০-১৪৩৩৮৮।