রাজাপুরে ৩য় ধাপে জমিসহ ঘর পাচ্ছেন ৫০ টি ভূমিহীন পরিবার
সারাদেশের ন্যায় ঝালকাঠির রাজাপুরের ভূমিহীন পরিবার গুলোর জীবন পাল্টে দিয়েছে আশ্রয়ন প্রকল্প। অসহায় এসব পরিবারগুলো স্বপ্ন দেখছে সুন্দর ভাবে বাঁচার। মুজিব শত বছর উপলক্ষে ২০-২১ অর্থ বছরে প্রকল্প-২ এর আওতায় উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ২ শতাংশ খাস জমি বন্ধবস্ত্র প্রদানসহ একক গৃহ নির্মান করা হয়। সেই মোতাবেক ৩য় ধাপে উপজেলায় মোট ৫০ টি পরিবারের মাঝে ২কক্ষ বিশিষ্ট সেমিপাকা গৃহ বিতরন করা হবে আগামী ২৬ এপ্রিল।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্পর্কিত একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং এ জানায়, প্রকল্প-২ এর আওতায় উপজেলার ৬টি ইউনিয়নে ১২ টি ক্লাষ্টারে প্রথম পর্যায়ে ঘর বিতরণ করা হয় ৩৩৩টি, দ্বিতীয় পর্যায়ে ৩৭টি ও ৩য় পর্যায়ে ৮০ টি বিতরণ করা হবে।
সভায় ইউএনও নুসরাত জাহান খান জানান, উপজেলার সদর, শুক্তাগড় ও বড়ইয়া ইউনিয়নে চারটি প্রকল্প এলাকায় ৫০ টি সেমিপাকা ঘর নির্মান সর্ম্পন্ন করা হয়েছে। আগামী ২৬ এপ্রিল সারাদেশের সাথে একযোগে অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের ঘরগুলো উদ্ভোধন করবেন। এসময় উপকার ভোগিদের মাঝে দলীল সহ চাবি হস্তান্তর করা হবে।
এ ছাড়াও পরবর্তীতে ৪র্থ ধাপে প্রকল্প এলাকায় আরও ঘর নির্মান করা হবে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, সহকারী কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, উপজেলার ৬ ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, পিআইও মামুনুর রশীদ সহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।