রায়গঞ্জে আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করলো বাংলাদেশ সেনাবাহিনী
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভুইয়াগাতী আশ্রয়ন প্রকল্প-২ এর ৫ ইউনিট বিশিষ্ট ৩টি সিআইসিট ব্যারাক হস্তান্তর করা হয়েছে। রোববার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের
৪০ বীর ব্যাটালিয়নের ক্যাপ্টেন মো: ইলিয়াস ফেরদৌস প্রধান অতিথি হিসেবে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের হাতে আনুষ্ঠানিকভাবে নব নির্মিত ব্যারাকের চাবি হস্তান্তর করেন।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আক্কাস আলী, সার্জেন্ট মোস্তাক আহম্মেদ, কর্পোরাল হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী, ঘুড়কা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমুখ। পরে অতিথিরা নব নির্মিত আশ্রয়ন প্রকল্প ঘুরে দেখেন।