রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে, সিরাজগঞ্জ পৌরএলাকার ৫’শতাধিক গরীব, অসহায় ও দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২জানুয়ারি-২০২৫খ্রিঃ) সকালে সিরাজগঞ্জ ভাসানী মিলনায়তন সবুজ চত্ত্বর হতে উক্ত কম্বল বিতরণ করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সহকারী পরিচালক মোঃ রবিউল আলম, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের সদস্য মুন্সি জাহেদ আলম, সেলিম ভূইয়া প্রমুখ। এ শীতবস্ত্র কম্বল বিতরণ কার্যক্রমে সার্বিক দায়িত্ব ছিলেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম তাজ, রেড ক্রিসেন্ট সিরাজগঞ্জ ইউনিটের যুব প্রধান মোছাঃ শামিমা আক্তার শাপলাসহ সদস্য-সদস্যরা, স্বেচ্ছাসেবকগণ ।