রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণকৃত ৩১৪ জন চরমপন্থী সদস্যের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: / ৮৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

র‌্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয়, সে লক্ষে ৩টি পরিকল্পনা নিয়ে মাঠে থাকবে র‌্যাব সদস্যরা। বর্তমানে নির্বাচনের আগে পরিবেশ সুষ্ঠ রাখতে যেমন ভুমিকা থাকবে, তেমনী নির্বাচনের দিন ও পরে যাতে সহিংস পরিস্থিতি মোকাবেলা করা যায় সে লক্ষেও প্রস্তুতি গ্রহন করেছে র‌্যাব। ইতি মধ্যেই নাশকতাকারী, মামলার আসামী সহ সন্ত্রাসীদের আটক করে আইনের আওতায় আনা হচ্ছে।

তিনি মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২ সদর দপ্তরে ৩১৪ জন চরমপন্থী সদস্যের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, অপকর্ম ছেড়ে আলোর পথে যারা ফিরে এসেছে প্রধানমন্ত্রী তাদের জন্য আত্ব কর্মসংস্থান সৃষ্টিতে ভুমিকরা রাখতে ১ লাখ টাকা কর অনুদান দিয়েছেন। তাদেও বিরুদ্ধে দায়ের করা মামলা গুলোও পর্যায়ক্রমে নিস্পত্তির প্রক্রিয়া চলছে। আমরা আশা করি অন্যান্য সন্ত্রাসীরাও তাদের ভুল বুঝে আত্বসমর্পন করে সুন্দর জীবনে ফিরে আসবে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী প্রদত্ব আত্বসমর্পনকারী চরমপন্থীদের মধ্যে অনুদান প্রদান অনুষ্ঠানে র‌্যাব-১২ এর অধিনায়ক মোহাম্মদ মারুফ হোসেনের সভাপতিত্বে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুল ইসলাম মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান, অনুদান প্রাপ্ত মামুন শেখ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, এর আগে গত ২১ মে র‌্যাবের আহবানে সাড়া দিয়ে বিভিন্ন অস্ত্র সহ টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, রাজবাড়ি ও মেহেরপুর জেলার ৩১৪ জন চরমপন্থী সদস্য র‌্যাব-১২ সদর দপ্তরে আনুষ্ঠানিক ভাবে আত্মসমর্পণ করে। এদেরকেই পুর্নবাসন কর্মসুচির আওতায় আনতে প্রধানমন্ত্রী প্রদত্ত আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর