শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন

লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

আশরাফুল হক লালমনিরহাট থেকেঃ
লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ গাছের চারা বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিম খান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং কাজীর চওড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, বর্তমান প্রজন্মকে পরিবেশ সচেতন হিসেবে গড়ে তুলতে হবে। গাছ শুধু পরিবেশ রক্ষাই করে না, এটি আমাদের অর্থনীতি ও জীববৈচিত্র্যের জন্যও অপরিহার্য। একটি গাছ একটি জীবনের সমান মূল্যবান। তাই প্রত্যেককে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

অন্যান্য বক্তারা বলেন, গাছ লাগিয়ে গড়ব দেশ, সুন্দর হবে বাংলাদেশ। পরিবেশ রক্ষায় সবাইকে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার আহ্বান জানান তারা।

উল্লেখ্য যে, শিক্ষার্থীদের পরিবেশ বান্ধব চেতনা গড়ে তোলা এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর