লালমনিরহাটে শীতার্তদের মাঝে যুবলীগের কম্বল বিতরণ!
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আয়োজনে লালমনিরহাটে গরীব শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। বক্তব্য দেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুবলীগ লালমনিরহাট জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মোড়ল হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
এসময় লালমনিরহাট পৌরসভার মেয়র যুবলীগ নেতা রেজাউল করিম স্বপন, সদর উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম বিটু, পৌর যুবলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক লেলিন কাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় এক হাজার শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পরে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।