শান্তিরহাট জামে মসজিদে চরহাজারী কল্যাণ ফাউন্ডেশনের অনুদান প্রদান
কামরুল হাসান রুবেল,কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ নোয়াখালী কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়নের প্রবাসীদের সংগঠন চরহাজারী কল্যাণ ফাউন্ডেশন (ইউএসএ) এর পক্ষ থেকে শান্তিরহাট জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণাধীন ভবনের জন্যে ৩ লক্ষ ৭৩ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মসজিদ কমিটির আয়োজনে অনুদান হস্তান্তর ও প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই অর্থ মসজিদ কমিটির হাতে হস্তান্তর করা হয়।
এসময় চরহাজারী কল্যাণ ফাউন্ডেশন এর সহ-সভাপতি মুরসিদ আলমের পক্ষ থেকে ৫০ হাজার টাকা ও মরহুম নুর ইসলাম ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যবসায়ী হারুনুর রশিদ (সিআইপি) এর সভাপতিত্বে ও শান্তিরহাট জামে মসজিদ এর ইমাম হাফেজ শাহাবুদ্দিন এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন,বিশিষ্ট সমাজসেবক একরামুল হক,ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হোসেন, চরহাজারী কল্যান ফাউন্ডেশন এর সভাপতি মিজানুর রহমান (মিজান),সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মোরসালীন হোসাইন, কোষাধ্যক্ষ মো: আবদুল্যাহ।
সংগঠনির উপদেষ্টা মো: শাহাজান।
এতে আরো উপস্থিত ছিলেন শান্তিরহাট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু নাছের, বিশিষ্ট সমাজসেবক আয়ুব আলী সহ শান্তিরহাট বাজের ব্যবসায়ীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।